সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বিগ বস ১৩’ প্রমো। যেখানে দেখা যাচ্ছে, মাধুরীর হাত ধরে ‘বিগ বস’র ঘরে প্রবেশ করছেন সালমান খান। ব্যাকরাউন্ডে বাজছে এই তারকা জুটির অভিনীত ‘হাম আপকে হ্যায় কৌন’র মিউজিক।
এরপর ‘দেখা হ্যায় পেহলি বার’ এবং ‘আজ কি পার্টি’ গানের তালে নাচতেও দেখা গেছে নব্বই দশকের জনপ্রিয় জুটিকে।
এ বছর গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে বানানো হয়েছে ‘বিগ বস ১৩’র ঘর। যার ডেকোরেশনে বেগুনি এবং গোলাপি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাড়িটির ডিজাইন করেছেন ওমাঙ কুমার।
#BigBoss
#Salman
#Madhuri